রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিনজন আটক  

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ তিনজন আটক  

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১২। এ সময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান করেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি। গত সোমবার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার কাঠের পুল নামক স্থানে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম, একই জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম ও দিনাজপুরের খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে মো. শাহানুর ইসলাম।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে পাচারকালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল কেনাবেচা করে যাচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে মামলার পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ